খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়ছেন আরো ১৫ জন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বড়াচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন জানান, বেলা সাড়ে ১২টার দিকে বাসটি পাইকগাছা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
তাদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিতে আসা অধিকাংশ যাত্রী শ্রমিক। তারা দিনমজুর হিসেবে খুলনায় কাজ করতে আসেন বলেও জানান তিনি।